কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২১ মে
দেশের সামাজিক ও সাংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেয়েছেন কুড়িগ্রামের যুবক মোঃ হুমায়ুন কবির।কলকাতা ভিত্তিক এই সংগঠনটি থেকে পুরস্কার পাওয়ায় খুশি ও সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন পেশাজীবি মানুষজন।হুমায়ূন কবির কুড়িগ্রাম পৌর শহরের মোঃ আব্দুল বাতেন ও মোছাঃ কহিনুর বেওয়া’র ছেলে।
গতকাল মঙ্গলবার ২০ মে ঢাকার থ্রি স্টার হোটেল অর্নেট হুমায়ুন কবিরের হাতে সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সনদে উল্লেখ থাকে যে,মোঃ হুমায়ুন কবির সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুড়িগ্রাম জেলা শাখা, কুড়িগ্রাম সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় কে বিশেষ অবদানের জন্য সার্ক কালচারাল ফোরাম প্রদত্ত সার্ক পারসোনালিটি অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হলো। আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
অ্যাওয়ার্ড পেয়ে হুমায়ুন কবির বলেন, আমি অত্যান্ত আনন্দিত। কাজের পুরস্কার স্বরুপ এমন অ্যাওয়ার্ড আমার আগামীতে সামাজিক ও মানবিক কাজে অনুপ্রেরণা যোগাবে বলে জানান তিনি।
