কুড়িগ্রামে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে শতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার দিবে ফাইট আনটিল লাইট ( ফুল) নামের একটি সামাজিক সংগঠন।
সোমবার ১ লা এপ্রিল ১১ টায় কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভে এসব শাড়ি লুঙ্গী বিতরণ করবেন সংগঠনটি।
এ বিষয়ে ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল শহর গ্রাম ও প্রত্যান্ত চরাঞ্চলের মানুষ মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে দীর্ঘ সময় ধরে জনকল্যাণ মুলক কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতা জেলার বিভিন্ন উপজেলায় রমজান মাস উপলক্ষে নাম মাত্র মূল্যে ইফতার সামগ্রী বিতরণ ও ঈদ উপহার স্বরূপ শাড়ি লুঙ্গী ও মাংস বিতরণ করবে।আমরা ত্রানে নয় বিনিময়ে উপহার দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন চাই।সকলের একান্ত সহযোগিতায় ফুল এগিয়ে যাক এ প্রত্যাশা সব সময়।